(তাল একতালা)
হরিনাম সুধা পানে, পানে যে মেতেছে
হয়ে নামে মত্ত, পেয়ে তত্ত্ব, জন্ম মৃত্যু এড়ায়েছে।।
(হারে জয় করেছে)
করে সমুদ্র মন্থন, সুধা খেল দেবগণ;
তাঁরা জন্ম মৃত্যু এড়াইতে নাড়িল কখন।
হরিনাম সুধা পান যে করেছে, কোটী ব্রহ্মার পতন সেই দেখেছে
(হারে সেই দেখেছে)
হরি নাম সুধা সুধা নয়, প্রেম মধু নিস্কাম কর্পূর তায়,
পঞ্চরসে গিল্টি করা নব রসাস্রয়।
আছে ভক্তি মাখা স্বরে ঢাকা, অনুরাগ সুতার বেন্ধেছে।
(হারে তার বেন্ধেছে)
হরি নাম এমনি রসাল, তত্ত্ব জেনে মহাকাল;
পঞ্চ মুখে পান করে নাম হইয়ে বেহাল।
পিয়ে নামের সুধা ভব ক্ষুধা জন্ম মৃত্যু ঘুচায়েছে।
(হারে জয় করেছে)
অনরপিত ছিল হরির নাম, দয়া করি হরি গুণধাম,
কলির জীবে বিলাইল কেউরে না হয় বাম।
তাইতে শিব হতে জীব ধন্য মানি হরির নাম প্রাপ্ত হয়েছে।
(হারে জয় করেছে)
নদের চাঁদ ছিল হরি চাঁদ, জীবের কাটতে মায়ার ফাঁদ,
শ্রী চরণে কোটী চন্দ্র ঘুচল চিত্ত আধ।
বলে মহানন্দ গেল সন্দ, অশ্বিনী কেন কাঁদিস মিছে
(হারে ভাবিস মিছে)