(তাল-ঝাপ)
হরি আমার সাধন হল কৈ
সদা কু-কর্ম্মেতে মত্ত রই
তোমায় স্মরণ নিলেম না একদিন।
স্মরণ যদি নিতেম, তোমায় পেতেম হে,
আমার মন হত তোমার অধীন।।
১। যখন মাতৃ গর্ভে ছিলেম, করুণ স্বরে স্মরণ নিলেম,
দিলে দেখা সপ্ত মাসের দিন।
তখন বল্লেম হরি, কষ্ট ভারি হে,
হরি ঘুচাও আমার এ দুর্নিদন।।
২। অন্ধকুপে কারাগারে, কেন রেখে দিলে মোরে,
যাতনা মোর হইল প্রবীন।
অমি কড়ার নিলেম, বলে ছিলেম হে,
তোমার নামটি নিব চিরদিন।।
৩। ভুমিষ্ট হইলেম যখন, ভুলে গেলেম সে সব কখন,
মুখে মন দিল মাতৃস্তন।
ওয়ানা বলে হই আপন স্বাধীন।
৪। মরলে নেয় শ্মশানে বেঁধে, সত্য ভ্রষ্ট অপরাধে,
সেই জন্যেতে মুখ পোড়ায় সেই দিন।
হরি গোসাই বলে, রলি ভুলেরে দীনা নাম নিতে হলি কঠিন।
………………………….
রাগিনী – উরুশেন