(তাল-ঠুংরী)
হরি এই মিনতি চরণে, তোমারয় যেন ভুলিনা কখনে।
যখন দেখিতে চাই দেখা যেন পাই শান্তি হরি একসনে।।
১। জম্মে জম্মে কৃপা করে, সৎপথে রখিও মোরে।
তোমার নাম যেন রাখি অন্তরে, তিলেক না ভুলি কোন দি।ে।
২। সৎমতি সদ্ব্যবহারে, রেখ সৎসঙ্গের ভিতরে।
আমার কুমতি রাখিয়ে দূরে, স্থান দাও হরি চরণে।।
৩। (তুমি) পূর্ণচাঁদ ক্ষীরোদবিহারী, সর্ব্ববাঞ্ছা পূর্ণকারী।
নিয়ে প্রেম অনুরাগ হিরার ছুরি, নাশ কামরূপ বেইমানে।।
৪। (আমার) এহৃদি পর্ণ কুটিরে, পদার্পণ দেও কৃপা করে।
দীনার কলুষিত দেহ কর সুশীতল, শান্তি দানে।।
………………………………..
লোকশিক্ষা
রাগিনী-ফকিরি ধাওয়া