(তাল – কাহারবা)_
হরি এস আসরে,
বসিবার আসন রেখেছি হৃদয় মন্দিরে।
হরি হৃদ আসনের মালিক তুমি, এস যুগল রূপ ধরে।।
১। সাদা আসন মন ফুলে, সাজায়ে রেখেছি,
তুমি আসরে আসিলে আনন্দে নাচি।
আসরে হয়ে উদয়, আনন্দময়, আনন্দে রাখ মোরে।।
২। ভক্তের বাঞ্ছা পূর্ণকর, যশবন্তের নন্দন
শান্তি মায়ে সঙ্গে লয়ে, কর আগমন।
তুমি ক্ষীরোদের ধন মধুসূদন শ্রীচরণ, দেও আমারে।।
৩। পতিত পাবন নামটি তুমি করেছ ধারণ।
হৃদয় আসরেতে হরি কর পদার্পন।
তুমি আসরে আসিবে বলে বসেছি আশা করে।।
৪। (অধম) দীনবন্ধুর মন বাঞ্ছা, রয়েছে ভারি
ফুল চন্দন তুলসী পদে, দিব বিরাগ ভরি।
হরি গোসাইর দয়ায়, বাঞ্ছা হৃদয়
অঞ্জলি দিব তোমারে।।
……………………..
আসর
রাগিনী জয় জিয়া লই