(তাল – ঝাপ)
হরি কবে তোমায় চাবে আমার এ পাপ পরানে।
আমি পাপ অনলে মলেম জ্বলে সারা হলেম্ এ জীবনে।।
১। পেয়ে তোমার শান্তি সুখের ঘর,
অন্ধকারে রলেম পড়ে সদা মোর অহঙ্কার।
রলেমত হিংসানলে, তোমায় ভুলে
তোমার নামটি, নাই মোর মনে।।
২। আমি হয়ে রলেম মায়ার আবদ্ধ,
তোমায় আমি ছেড়ে রলেম, সংসারেরর মধ্য।।
কবে সংসার জ্বালা, হবে ত্যাজ্য,
কবে রব তোমার ঐ চরণে।।
৩। দিয়ে আমায় ভাব, ভক্তি, জ্ঞান
হরি আমার ষড়রিপু, করহে দমন।
আমার এ পাষান মন, কর দলন,
(যেন) তোমায় না ভুলি কখনো।।
৪। দীনবন্ধু কাতর প্রাণে কয়,
হরি আমায় চরণ তলে, রাখিও সদায়।।
করি মায়ার সংসার, হে শুনধর
দেখি অন্ধকার দু’নয়েনে।।
…………………..
রাগিনী – ভাটিয়াল