(তাল-ঠুংরী)
হরি গুনমণি গড়ে তিনি দেহ রাজ্য করলেন স্থিতি।
রাজ্যে নয়টি জেলা – আঠার মোকাম
মন মন্ত্রী হয় চালকপতি।।
১। নাভির অগ্রে সূয্যের অবস্থান,
(তালু) পরে সহস্রারে, চন্দ্র আছে নিরূপন।
তাইতে চন্দ্র, সূর্য্যে দেহরাজ্যে আলো করে দিবা রাতি।।
২। আছে স্বর্গ, মর্ত্য, পাতাল, ভূতল,
বীতল, তলাতল, রসাতল এই সপ্ততল।
আছে সপ্ত সাগর রাজ্যের ভিতর,
তাতে রয় সাত মহামতি।।
৩। দেহের রাজ হরি দয়াময়,
ভক্তিভরে ডাক তারে কাতর হৃদয়।
ও তুই ধরগে তারে সেই অধরে,
ছেড়ে কুল মান জাতি।।
৪। দেহের কোন খানে কি খুঁজে বেড়ালে,
পরম রতন পায়না কখন, প্রেম ভক্তি নইলে।
ছেড়ে কুটি নাটি ময়লা মাটি, গুরু পদে রাখো আর্থী।।
৫। হরি গোসাই বলে গুরু করে সার,
মন-প্রাণ সমর্পয়ে মরার মতো মর।
দীনা হওগে রত, মনের মত, মিলবে জগৎ গুরুপতি।।
………………………………..
রাগিনী-অরুন ভেরী