(তাল ঠুংরি)
হরি চাঁদের অপার লীলারে লীলা বুঝবে সাধ্য কার
লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুচাইতে ব্যভিচার।।
আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিতে ধর্ম পুনঃ হলেন অবতার।
গার্হস্থ্য প্রশস্ত ধর্ম জগতে করলে প্রচার।।
জীবে দয়া নামে রুচি গুরু নিষ্ঠা সর্ব শুচি করলেন এই তত্ত্ব সার।।
হয়ে সত্যবাদী জিতেন্দ্রিয় ঘুচাইলেন অহংকার।।
বৈষ্ণবের কুটি নাটি সাধন ভজন ময়লা মাটি এতে কুল পাবে না আর।
হয়ে হরিবোলা, প্রেমে ভরা হরির নামটি কর সার।।
নাড়া দরবেশ গৌড়ে বাউল ত্যজে প্রভু হলেন আউল অটল নিষ্ঠে ব্যবহার।
জীবের চিত্ত সন্দ কর্ম বন্ধ, ঘুচাইলেন অন্ধকার।।
গোঁসাই তারক চাঁদের বাণী স্বহস্তে লিখলেন তিনি লীলামৃতে প্রমাণ তার।
ওরে অশ্বিনী তোর যায়না ভ্রান্তি, মন হল না সংস্কার।।