(তাল-কাওয়ালি)
হরি জীবের জন্য অবতীর্ণ সফলা গ্রামে আসিয়া।
তিনি অনর্পিত ধন করে বিতরণ, আপনি হরি যাচিয়া।।
১। মায়ের কড়ার শুধিবে বলে,
বুদ্ধ তপস্যারি ফলে, এল নিচু হইয়া
কারু জাতির গৌরব রবে নারে, যারে একচাবি হইয়া।।
২। গৌরলীলা সাঙ্গ করি,
শ্রীনিবাস রূপ ধরি, গোপন লীলা করিয়া।
করে শেষ লীলা ঐ ঈশান কোনে, পূর্ণ শক্তি ধরিয়া।।
৩। পতিত পান নামটি ধরি এল উড়িয়া নগরী,
পতিতের লাগিয়া।
হবে পতিতি আবাদ ছাড় বিবাদ,
লও হরি বল মাত মাতিয়া।।
৪। হরি গোসাইর এই সুবচন,
দীবন্ধু এই পরম ধন, দিসনারে তুই চাড়িয়া।
এবার দিন থাকিতে শ্রীহরির নাম, নেওনা বদন ভরিয়া।।
……………………………………
লোক শিক্ষা
রাগিনী-ঝাঝিট