ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – ঝাপ)
হরি তুমি দাও পদাশ্রয়-শান্তি মায়ে লয়ে বামে।
হরি ঘুচাও আমার নিরানন্দ, আনন্দ দাও হৃদয়ধামে।।
১। হরি হে-যুগল পদ্ম মধুর আছে, আমি আছি সেই উদ্দেশে,
পান করিব ঐ রূপ রসে বসে।
আমি ভ্রমর হয়ে, শদু খেয়ে, পরাইব মনষ্কামে।।
২। হরি হে-ফুল ফোটে বনেতে, জগৎ মাতে সৌরভেতে,
আকুল হয়ে গঞ্জরা গুঞ্জরে।
যত গঞ্জরা, যায় উদয় পূর্ণ করি,
ক্ষুধা হলে ডালে ভ্রমে।।
৩। হরি হে- (আমার) যুগল নয়ন পদ্ম পাশে,
সবাইব মন উল্লাসে, মধু পানে আশা পূর্ণ হবে।
আমি লব অঞ্চল পাতি, চাব না কুল মান জাতি, মধু খাব দমে দমে।।
৪। হরিহে-কাহর প্রানে দীনা বলে, যুগল পদ্ম তরুমুলে,
রেখ হরি আমায় অধম বলে।
দয়াল হরি গোসাই, আমায় দিও ঠাই
যুগল যেন পাই শান্তি শ্যামে।।

…………………………..
রাগিনী-জয়জয়ন্তী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!