(তাল-ঝাপ)
হরি তোমার ডাকতে যেন পারি চিরদিন
ভুলে যাইনে যেন কোদনি
এই মিনতি চরণে তোমার।
হরিনাম সিন্ধু-অম্বুতে ডুইবে হে,
যেন থাকে পাষান মন আমার।।
১। ভারত ভুমে এসে আমি, পেয়ে তোমার সংসার ভুমি,
হয়ে আছি কর্ম্ম দুরাচার।
আমি সৎকর্ম্ম করিতেম যদি হে,
হরি থাকিতেম হয়ে তোমার।।
২। (আমার) সু মতিকে শক্তি দিও, কু মতিকে তাড়াইও
কু-মতি সে বারি দুরাচার।
ও সে রং দেখায়ে, নেয় ভুলায়ে হে,
সেত সু-পথের ধারে না ধার।।
৩। (যেন) সদা করি নামের ধ্বনি, আর না বলি অন্য বাণী।
দিবানিধি ঐ নাম করি সার।
আমার হৃদয় ধামে, দমে দমে হে,
হরিনামটি জপি আনিবার।।
৪। হরি গোসাইর পদে মতি, থাকে যেন দিবারাতি,
খন্ড রতি হয়না যেন আর।
দীনবন্ধু বলে, দিন ফুরালে হে, হরি গতি কি হবে আমার।।
…………………………….
রাগিনী-উরুশেন