হরি তোমায় করি আর্শীবাদ,
এবার পুরুক তোমার মনোসাধ।
ওহে গুণনিধি, নিরবধি কর রাধার প্রেমাস্বাদ।।
আমার সুকৃতি যত, তোমায় অর্পিলাম নাথ,
ভক্তের সঙ্গে রসরঙ্গে হও প্রেমে মত্ত।
আমি বল্যানীর ঠাঁই এ ভিখা চাই, ঘুচুক তোমার সব প্রমাদ।।
তুমি মহাসুখে রও, মহারাসে রও,
কান্তিময় কদম্বডালে বাশরী বাজাও।
প্রেমানন্দে রাধার গুণগাও, পুরাও ব্রজবাসীর সাধ।।
প্রিয় রাখালগণ লয়ে, দেহ গোষ্ঠেতে গিয়ে,
চিত্ত সিংহাসনে বস মহারাজ হয়ে।
আমার হৃদপদ্মে পাদপদ্ম দিয়ে, কর শাসন সিংহনাদ।।
অন্তরঙ্গ সখীগণ, লয়ে শ্রী মধূসুদন,
সহস্রার কুঞ্জেতে গিয়ে, হও যুগল মিলন।
তোমার প্রেমময়ী রাইকে নিয়ে, কর আনন্দ আহলাদ।।
গুরুচাঁদের এই বাণী, তুই শোনরে অশ্বিনী,
হরিকে আর্শীবাদ করা প্রলাপ কাহিনী
ওরে তুচ্ছ মূঢ় মুখে উচ্চ কথা, ভজনে পড়বি বাদ।।