হরি নামে পাপ খন্ডে, কহে কোন ভন্ড
হরিভক্ত এমনি শক্ত, চায়না সে বিধাতার ব্রহ্মাণ্ড।।
‘হ’কার উচ্চারনে মাত্র, অষ্টাদশ সিদ্ধি হয় প্রাপ্ত
ভুক্তি মুক্তি দূরীভুত, লুক্কায়িত কর্মকান্ড।।
‘রি’ কার উচ্চারণ হলে, অনর্পিত প্রেম ফলে
মোক্ষ ফল সে ফেলায় ঠেলে, ধর্ম্ম তার কাছে হয় দণ্ড।।
হরিভক্ত সিংহ-শাবক, অন্তরে অনুরাগ পাবক,
নরের আর থাকেনা নরক, শরণ নিলে তিলেক দণ্ড।।
গঙ্গাস্নানে পাপ হত, গঙ্গাকে করে পবিত্র
পরশ মাত্র হরিভক্ত, সাধু হয় যত পাষন্ড।।
গোসাঁই তারকচাঁদের বাণী, শ্রবণ মাত্র হরি ধ্বনি
প্রাপ্ত হয় প্রেম আহলাদিনী, অবিশ্বাসী অশ্বিনী ভন্ড।।