হরি নাম বিনে আর বন্ধু নাই ভাই ভবপার যেতে।।
আমার দয়াল হরি দয়া করি এল জগতে।।
দেবের দুর্লভ প্রেম ভক্তি, লয়ে অগতির গতি;
সদয় হয়ে জীবের প্রতি এসেছে দিতে।।
গুরু নিষ্ঠা নামে রুচি, এই ধর্ম হয় সর্ব শুচি;
এবার প্রাপ্ত হয়ে হাড়ি মুচি গিয়াছে মেতে।।
ন্যাস কুম্ভক কুটিনাটি, রেচক পুরক ময়লা মাটি,
কলিতে নাম যজ্ঞ খাটি, সব ধর্ম্ম হতে।।
যোগীন্যাসী কর্মী জ্ঞানী, ব্রহ্মচারী পূজক ধ্যানী;
করে মলাট লয়ে টানা টানি, বঞ্চিত প্রেমেতে।।
দয়াল মহানন্দ বলে, কাজ কিরে আর ফলাফলে,
অশ্বিনী তুই হরি বলে, ডুবদে প্রেমেতে।।