(তাল – কাশ্মিরী)
হরি নাম সিংহ রবে, পলায় শমন বাঘ।
দেখে ভক্ত সিংহের প্রেম অনুরাগ।।
ষড়রিপু পশু ছয় জন, ছেয়ে তারা হৃদয় কানন,
ভয় পেয়ে করে পলায়ন, ঘু’চল দশ ইন্দ্রিয়ের জাঁক।।
শুনে মদুর হরিধ্বনি, আনন্দে নাচে মেদিনী;
নাচে গঙ্গা সুরধনী ঘুচল কলির কলুষ দাগ।।
হরি সিংহ শাবক যারা, হু-হুষ্কারে কাঁপায় ধরা;
কলির রাজত্ব তারা, কেড়ে নিল দিল না ভাগ।।
প্রেম রসেতে মাতায় জগৎ কিবা কাঙ্গাল কিবা মহৎ
জগতে না থা’কবে অসৎ, সকলে সাধু মহাভাগ।।
হরিচাঁদ জগতে এল, চিত্ত সন্দ ঘুচিয়ে গেল,
সকলে চৈতন্য হ’ল, অশ্বিনী হ’লনা সজাগ।।