(তাল-ঝাপ)
প্রথম হরি পরম ব্রহ্ম জ্যোতির্ন্ময়,
তিনির গোলকেতে স্থিতি হয়,
তার অংশ রূপ বিরাট কলেবর।
হইল রাম, কৃষ্ণ, গৌর, দারুব্রহ্ম হে
লীলা ওড়াকান্দী চমৎকার।।
১। সত্য যুগে বিরাট রূপী, ছিলে তুমি
লোম কুপে অনন্ত ভূবন যার।
বহুকাল অবস্থান রও ভাসমান হে,
পরে সৃষ্টি করলে সৃষ্টিধর।।
২। পঞ্চভুতের দেহগড়ে, দিলে এই জীব সৃষ্টি করে,
মায়ায় ভুলে নাম লয় না তোমার।
সে সব দুষ্কৃতি পরায়ণগণে হে,
কর যুগে যুগে তাই উদ্ধার।।
৩। প্রলয় কালে এই ভুত সবাই,
তোমারই ত্রিগুনাত্মীকায়, প্রকৃতিতে লীন হয়ে যায়।
পুনঃ সৃষ্টিকালে, ভুমন্ডলে হে, তুমি সৃষ্টি কর সবাকার।
৪। ধর্ম সংস্থাপনের তরে, রক্ষা হেতু সাধুদেরে,
পুনঃ লীলা কর বারে বার।
দীনা বলে এবার, কর উদ্ধার হে,
আমি পাতকি জগৎ মাঝার।।
…………………………….
সৃষ্টি তত্ত্ব
রাগিনী-উরুশেন