(তাল – আড়া)
হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল।
নয়নের মণি হরি, জীবন জাতি কুল।।
বসন ভুষণ হরি, হরি আমার হস্তের চুড়ি;
হরি আমার শঙ্খ শাড়ী, হরি কর্ণের দুল।।
হরি পতি হরি গতি, হরি আমার রতি মতি;
হরি আমার দিবারাতি, হরি নাকের ফুল।।
হরি মাতা হরি পিতা, হরি গুরু জ্ঞান দাতা;
হরি আমার পুত্র ভ্রাতা, হরি অনুকুল।।
হরি ধ্যান হরি জ্ঞান, হরি আমার কুল মান,
হরি আমার ধন প্রাণ, হরি সর্ব্বমূল।।
হরি আমার মহানন্দ, হরি আমার তারকচন্দ্র,
হরি বিনা নিরানন্দ, অশ্বিনী আকুল।।