(তাল-একতালা)
হরি প্রেমের ঢেউ উঠেছে যার
তাতে স্বর্গ মর্ত্ত পাতাল ভূতল,
সাত তালের ভাঙ্গে কিনার।।
১। সাত তালে সাতটি ব্রহ্মান্ড, ডুবায়ে সব করল পন্ড,
যত কৃষি শস্য নাইরে ভাস্য, ডুবায়ে মৈল সবাকার।
আছে সাত সমুদ্র, নয়রে ক্ষুদ্র, সমুদ্রে ঢেউ উঠিলে অন্ধকার।।
২। সমুদ্রের কান্ড বিপরীত, সে ঢেউতে রয়না হিতাহিত,
কত হাঙ্গর কুন্তীর, সবে অস্থির ঢেউ লেগে হইল স্তন্তিুত।
যত প্রেমের মকর, ঢেউতে বিভোর,
তারা ঢেউ খেয়ে হয়েছে সার।।
৩। সাগরে ঢেউ উঠে যখন, আকাশ পাতাল খিলে তুফান,
তাতে মুক্তির ফারি মায়ার ভেরি, তলায়ে থাকে সর্ব্বক্ষণ।
ডুবায় অজ্ঞান পুরি, তুফান ভারি,
প্রেম ঢেউতে দেখা যায়না কূল কিনারা।
৪। ভেবে আদিত্য বলে, সে ঢেউ যখন উথলে,
ওরে দীনবন্ধু হইসনে বেহুস
সে প্রেম ঢেউ ধরিস কৌশলে।
দয়াল হরি গোসাইর দয়া বলে,
অধর চাঁদ অনিবার্য্য মিলবে তোর।।
………………………….
লোকশিক্ষা
রাগিনী-ভোজেশ্বরা