(তাল-ঠুংরী)
হরি প্রেম দিয়ে ডাকতে পারি না,
তাইতে কি দয়া হবে।
যত বোবা খঞ্জ পাগল অন্ধ তোমার সৃষ্টি বিশ্বজনা।।
১। যে জন প্রেম বারি দিতে পারে,
তারে কৃপা দর্শণ দিয়ে, নেও মুক্তি করে।
যার নাই প্রেম বারি, আঁখি ভরি, সে তোমার কি তৈয়ারী না।।
২। মন সাধে সৃষ্টি করে, এখন কেন ডুবাতেছ, অকূল সাগরে।
কেন করলে সৃজন, বিশ্ব ভূবন,
হরি নাম যেন তোমার ডুবেনা।।
৩। যেমন, ছায়া নিতে বৃক্ষতলে যায়,
ডাল পাতা ভাঙ্গিয়ে লোকে, তার উপরে রয়।
কত গোড়া কোপায়, শিকর উঠায়,
তাতে বৃক্ষের ক্রোধ হয় না।।
৪। তুমি কল্পতরু নামটি ধরে, কঠিন জোরে,
শিকড় করে আছ মৃত্তিকা পরে।
কল্পতরু নামে, এ অধমে কত দিতেছি ভৎর্সনা।।
৫। তাই বলে কি ক্রোধ ভরে,
করবে নাকি প্রাণে নষ্ট, অজ্ঞান ছেলেরে।
অজ অজ্ঞান ছেলে, কৃপা আপিলে,
দীনার কি ক্ষমা হবে না।।
……………………….
লোকশিক্ষা
রাগিনী-অরুণভেরি