(তাল – আদ্ধা)
হরি বলে করলি নারে ভক্তি স্তুতি
অন্তমকালে কি হবে তোর গতি।
হরিনাম পরম ধন, চিনলি না মন।
অসার রাজ্যে করলি বসতি।।
১। মনরে হরি তোরে করে দয়া, নিদানে দেয় পদ চাড়া,
যা চাও তাই দেয়, তোরে যোগাড় করি।
তুই যার বলেতে হইলি বলি,
তার কাছে করলি না মিনতি।
২। মন’রে রঙ্গের খেলা হলে ভঙ্গ, চলে যাবে সাঙ্গ পাঙ্গ,
আপন বলতে, কেউ না রবে ভবে।
তুই রঙ্গে ভঙ্গে রলি আনন্দে, হরিনামে হল না মতি।।
৩। মন রে – গুরু দিল ঘোল আনা, ব্যাপার থাক হলি দেনা,
কুহকিনী নিল সকল হরে।
তুই ভুলে রলি সব খুয়ালি,
দেখ না জ্বেলে জ্ঞানের বাতি।।
৪। মন রে – হরি গোসাই বলে দীনবন্ধু, পার হবি তুই ভবসিন্ধু,
পারের কড়ি রাখলিনা তোর সাথে।
তুই পারের বেলা কাঁদড়ি একেলা
কেউ হবে না সঙ্গের সাথী।।
…………………………
রাগিনী – মনহরাসাই