হরি বলে যা হবার তা হলো না।
করো লোক দেখানো নাচা গাওয়া
কাঁচা বুদ্ধি গেলো না।।
সব লোকঠকানো মাতব্বরি
ব্যবসার বেলায় জুয়াচুরি
মুখে মুখে সাধুগিরি জুয়াচুরি ছাড়লে না;
নেবার বেলায় কড়াক্রান্তি
দেবার বেলায় জোটে ভ্রান্তি
না গেলে তাই মোহভ্রান্তি শান্তির সন্ধান মিলবে না।।
জুটে কয়জন মুটে সঙ্গী
নাম সংকীর্তনের আইন লংঘি
পরের বাড়ি করো ভঙ্গি নিজের বাড়ি কিছু না;
পান করলে না নামের মধু
ক্ষিধের জ্বালায় ক্ষুধে সাধু
আঁখি মুদে করলে শুধু বকতপস্বির সাধনা।।
বিধবা বিয়ের কথা বললে
লাফ দিয়ে পার হয়ে যাও চলে
কল্লামিতে বিয়ে করলে তলায় তা দেখলে না;
দল লয়ে টেপা টেপি
সাজায়ে লও ক্ষেপা ক্ষেপি
নামের মালা টেপাটিপি করলে তোমরা কয়জনা।।
মনে মুখে একি ভাবে
ভাবার মতো যেজন ভাবে
স্বভাবে তাহারে পাবে কোনো অভাব রবে না
সাধয়ে সহজ সরলে
ডাকবে হরি বলো বলে
পাগল বিজয় বলে, তা না হলে তা না না না-য় চলেব না।।