(তাল ঠুংরী)
হরি বল মন দূরে যাবে কাল শমন
জীবের পরম ধন এল বহু যুগ পর।
ঐ দেখ হরি বিনে, কলির জীবের, গতি নাইরে আর।।
১। সত্য ত্রেতা দ্বাপরেরতে, এ নাম ছিল গোপনেতে,
জীবের পরম ভাগ্যেতে, করিল প্রচার।
মনে প্রানে ঐক্য করে, এনাম নেরে বদন ভরে,
অনায়াসে যাবি তরে, শঙ্কা নাইরে আর।।
২। ছেড়ে দে তাস, পাশা, দাবা, তন্ত্র-মন্ত্র কর জপা,
কলিতে হরিনাম জপা, অন্য কথা নাই।।
৩। হরি মানব কুলে আসিয়ে যশবস্তু সূত হয়ে,
জন্ম নিল সফলা ডাঙায়।
গোসাই রাম কান্তের বরে, অন্নপূর্ণা মাতার ঘরে,
এল পূর্ণ শক্তি ধরে, করতে জীব উদ্ধার।।
৪। ভেবে হরি গোসাই কয়, হরি এল এ ধরায়
হরির তরী ধর রে সবাই।
শুনরে বোকা দীনবন্ধু, ডাকলি না অনাথের বন্ধু,
কেমন করে ভবসিন্ধু, হয়ে যাবি পার।।
……………………………….
লোক শিক্ষা
রাগিনী-কেলেংড়া