হরি বিপদ ভঞ্জন শ্যাম গুনমনি।।
জয় জগৎপতি হরিচাঁদ জয় জয়।।
যার নামে রূপে দীপ্ত হল বিশ্বময়।।
জয় শ্রীকৃষ্ণ দাস জয় বৈষ্ণব দাস।
জয় গৌরিদাস পূর্ণ কর অভিলাষ।।
জয় শ্রীস্বরূপ চন্দ্র জয় পঞ্চভ্রাতা।
যশবন্ত অন্নপূর্ণা হয় পিতা মাতা।।
জয় জয় গুরুচাঁদ শ্রীশশী সুধন্য।
আকুল পরানে গাগি উপেন্দ্র সুরেন্দ্র।।
অন্নপূর্ণা শান্তিদেবী জয় সত্যভামা।
সর্ব্ব জন্মের অপরাধ মোরে কর ক্ষমা।।
জয় ভগবতী ঠাকুরের জয় জয়।
ভিক্ষা দাও পদে মতি সদা যেন রয়।।
শ্রীপতি ঠাকুর মাতা মঞ্জুলিকা জয়।
জম্মে জন্মে কৃপা দৃষ্টি দিও হে আমায়।।
প্রমথ সম্মথ দয়া কর নিজ গুনে।
শান্তি হরি দেখা দেও হৃদি কুঞ্জবনে।।
জয় জয় মাতা পিতার চরণে প্রণাম।
কৃপা করি ঘুচাইও সর্ব্ব মনস্কাম।।
জয় শ্রীগোলক চন্দ্র জয় শ্রীবদন।
দশরথ মৃত্যুঞ্জয় ভক্ত প্রাণ ধন।।
জয় শ্রী তারক চন্দ্র জয় চিন্তামনি।
মম হৃদে দেও সদা ভাব তরঙ্গিনী।।
জয় জয় হীরামন জয় শ্রীলোচন।
ওড়াকান্দী লীলা ধন্য যাদের কারণ।।
জয় নাটু জয় ব্রজ বিশ্বনাথ জয়।
জয় মহানন্দ সর্ব্ব হরিভক্তের জয়।।
জয় শ্রীহরি গোসাই হরিদাসী জয়।
কলুষিত দেহ রাখ যুগল ছায়ায়।।
এ নামাবলী যে জন নিশী ভোরে লবে।
সারাদিন কুশলে যাবে অন্তে মুক্তি পাবে।
হরি হরি বল মন চৈতন্য হইয়া।
দেখ হিসাবের দিন আসিছে এগুয়া।।
দীনা বলে পদতলে দাও হরি ঠাঁই।
তুমি বিনে ত্রিভুবনে মোর কেহ নাই।।
………………………
ছত্রিশ নামাবলী
রাগিনী-জয় জিয়া লই