হরি ভজব কি আর তোমায়,
ইচ্ছা হয় ও দয়াময়, ভজসে আমায়।
আমার বলতে যে ধন ছিল, সব দিয়াছি তোমায়,
আমি তোমার ধন তোমাকে দিয়ে, বসে আছি তোমার আশায়।।
ভক্তের অধীন, নাম ভক্তাধীন, বলে সবে তোমায়
(দয়াময় ও দয়াময়)
তুমি ভক্তের বাঞ্চা পূর্ন কর, আমি ঠেকাবনা সে দায়।।
এ দেহের ভার ঘুচাইতে, যদিচ দুঃখ হয়,
তোমার দুঃখ আমায় দিয়ে, তুমি সুখে থাক সদায়।।
ভক্তগণ ভক্তির গুণে, বেধেঁ তোমায় ঘুরায়,
আমি সে ধর্ম্মে দেই জলাঞ্জলি, যাতে তোমার শাস্তি না হয়।।
হরিচাঁদের প্রেম সাগরে, ভাসি শেলকার প্রায়,
দয়াল মহানন্দের এই বাসনা, অশ্বিনী যেন ডুবে রয়।।