হরে কৃষ্ণ বলরে ভাই
ভাব রোগের মহৌষধি আনিয়াছেন গৌর নিতাই। ।
নাম চিন্তামণি কৃষ্ণগুরু বেদগানে পাই
নামে জন্মমৃত্যু কৈরে বারণ অন্তে গোলকধামে যাই।।
ব্রহ্মা শিব অনস্তাদি তারা হরি গুণ গায়
নামের তত্ত্ব জাইনে মত্ত হইল গাউর নিতাই দুইটি ভাই।।
শ্ৰীরাধারমণে ভনে শুরু বাক্য অনুযাই
ভাব সিন্ধু তরিবারে নাম বিনে আর গতি নাই।।