হাকিমল হাকিম সাঁই, তোমা বিনে দিব আর কার দোহাই
ঘোর সঙ্কটে তরাইতে তোমা বই আর কেহ নাই।।
সৃজন পালন কর, রুজী যোগাও সবাকার
রাখ মার হাত তোমার, তোমারই এই জগতময়।।
বিমারির দাওয়া পানি, তুমি বৈদ্য তুমি গুণি
জানের জান আপে রব্বানি, দয়াময় দরদী সাঁই।।
এতিম মিছকিন কর, ভিক্ষা মাঙ্গাও দ্বারে দ্বার, ধনের ধনি কাঙ্গাল কর
কারেও দাও দ’নের বাদশাই।।
রাখ ছায়ায় ধূপে জ্বালাও, রদকে কবুল, কবুলকে রদ দাও
দুদ্দু বলে আমায় তরাও কদমেতে দিয়া ঠাঁই।।