হাজার রাতের সেরা রাত বান্দারে করেছো দান।
মোমিনগণ ডাকে তোমায়, ইয়া আল্লাহু ইয়া মহান।।
বান্দারে বাঁচাইতে তুমি, এত দয়া রাখো স্বামী
কি দিয়া তুষিব আমি, জানি না ডাকার বিধান।।
আবহায়াতে পূর্ণ ধরা, পিলাও শারাবান তহুরা
যত সব রজনী তারা, শবে কদর রাতের চাঁন।।
আজ রাতে যে যা চাহিবে, তোমার কবুল হইবে
মন মরুতে জেগে উঠবে, স্বর্গপুরির ফুলবাগান।।
রহমতেরী দোয়ার খোলা, ঘুচাও আমার হৃদয় জ্বালা
আমি চাহি আল্লাহতালা, গাইতে তোমার গুণগান।।
কাটাইয়া চোখের আঁধার, দেখাও তোমার নুরী দীদার
চীর সত্য পাক পরওয়ার, আমার যেন রয় ঈমান।।
এই রাত্রের প্রতিনিমিশে, তোমারী করুনা বর্ষে
আমির উদ্দিন ভালবাসে, দরবারে কাঁদিছে প্রাণ।।