হাটের মাঝে রইলি বসে রবি অস্তাচল।
পরের বোঝা বুঝে দিয়ে রে মনা
ঘরে চল ঘরে চল রে।।
ঘনাইলো আঁধাররাতি
পথে কেহ নাই তোর সাথের সাথি
তোর কেড়ে নিবে হাট বেসাতি
পথে জুয়াচোরের দল রে।।
এই হাটের হাটুর গুলি
কতো চলে গেলো দোকান তুলি
তুই ভাঙ্গাহাটে দোকান খুলি
মিছে বসলি কেন বল রে।।
এই হাটের যে ইজেদ্দরি
সে তো বেশি নয় মাত্র দিন ছ-চারি
কেন তার জন্য এতো জোরাজরি
এতো জুয়া চুরির কুটকল রে।।
ছেড়ে দিয়ে বেচাকেনা
তুই চুকিয়ে নে তোর পাওনা দেনা।
কূলের বাঁধাতরি খুলে দেনা’
পাগল বিজয় বিষয়ে বিহবল রে।।