হাট কর মন সাধনগঞ্জ, মদনগঞ্জ যাস না ভুলে।
তবে প্রাপ্ত হবি সিদ্ধিগঞ্জ, নারায়ণগঞ্জ যাবি চলে।।
মদনগঞ্জের এমনি অবিচার (হা রে) সে হাটে হয় কলি রাজার ছয় তশীলদার,
তারা ফাকি দিয়ে রং দেখায়ে ধন কেড়ে লয় লাভে মূলে।।
নারায়ণগঞ্জ গেলে আমার মন তার বামেতে লক্ষীগঞ্জ পাবি দরশন ,
কত যোগী ঋষি দিবানিশি কান্দে ঐ রূপ দেখব বলে।।
তার দক্ষিনে গোপালগঞ্জ রয় (হারে) তার বামেতে রাধাগঞ্জ কিবা শোভা পায়,
যে জন অটল মানুষ, প্রেমে বেহুঁশ, সেই মোকামে যায়গে চলে।।
সেই মোকামে যেতে যদি চাও (হারে) হরিণামের সাদা বাদাম টেনে এবার দাও,
হরির নামের গুনে ছারবে প্রেমবায়ু, চলবে তরী নামের বলে।।
সেই দুই মোকাম হয়ে একত্তর (হারে) ওড়াকান্দি করছে লীলা অতি চমৎকার,
গোঁসাই তারকচাঁদের বাঞ্চা এবার, অশ্বিনী তোর নাই কপালে।।