হাতের কাছে মামলা থুয়ে
কেন ঘুরে বেড়াও ভেয়ে,
ঢাকা শহর দিল্লী-লাহোর
খুঁজলে মেলে এই দেহে।।
মনের ধোঁকায় যেথায় যাবি
ধাক্কা খেয়ে হেথায় ফিরবি,
এমনি ভাবে ঘুরে মরবি
সন্ধান না পেয়ে।।
গয়া-কাশী মক্কা-মদিনা
বাইরে খুঁজলে ধান্দা যায় না,
দেহরতি খুঁজলে পাবি
সকল তীর্থের ফল তাহে।।
দেখ দেখি মন রে আমার
অবিশ্বাসের ধন প্রাপ্তি হয় কার,
যার বিশ্বাসের মন, নিকটে পায় ধন
লালন ফকির যায় কয়ে।।