হারে আমার শয়নে স্বপনে রে
মন কাঁদে মনমানুষের লাগিয়া।
আমার কি যেন কি নিয়ে গেছে রে
হারে আমায় কি যেন কি দিয়া।।
যখন আমি পাছে ফিরে চাই
আছে কতো মানুষ দেখতে পাই
মনে ভাবি আপনজন সবাই;
দেখি চলার পথে আর কেহ নাই গো
বিনা সেই মরমদরদিয়া।।
আমার অন্তরের অন্তরালে
দেখিখ তারে সকাল বিকালে
আমি যখন কাঁদি নিরালে;
কেন পাই না তারে হাত বাড়ালে গো
পিয়াসা যায় নিরাশায় ভরিয়া।।
মন মানুষ মোর মনে সমাসীন
কবে হবে সেই শুভ সুদিন
সেই দিনের আশাতে সাজলাম দীন;
কবে বাজিবে তার মধুর মিলন বীন গো
দিন রজনী আছি কান পাতিয়া।।
যার বুকে বাজিছে এই জ্বালা
সেই বোঝে এই জ্বালার কি জ্বালা
এ নয় শুধু আগুনের জ্বালা;
এ আগুনে যেন কি গুণঢালা গো
বিষয় বিষের জ্বালা দেয় ভাগিয়া।।
বড়ো ব্যথা তাহারে পাওয়া
আরো ব্যথা ভুলিয়ে যাওয়া
না জানা এক ব্যথার গান গাওয়া;
পাগল বিজয় কয়, তার মধুর হাওয়া গো
লাগবে কবে জীবনে আসিয়া।।