ভবঘুরেকথা

(তাল – একতালা)
হারে ও তম দূর হলো, হরিচাঁদের আগমনে।
যত ভকত চকোর প্রেমেতে বিভোর মত্ত সুধা পানে।।
এ চাঁদ অতি সুনির্ম্মল, বড় সুশীতল, হেরিলে নয়নে।
করে প্রেমে মাতোয়ারা, দুনয়নে ধারা, বহে রাত্রি দিনে।।
এ চাঁদ করলে দরশন, কিম্বা পরশন যে করে যখনে।
ও তার কল মান রাশি, অমনি পড়ে খসি, দাসী হয় চরণ।।
এ চাঁদ কাউরে নহে বাম সবার মনষ্কাম, পুরায় নিজগুণে।।
ও চাঁদ কাউরে নহে বাম সবার মনষ্কাম, পুরায় নিজগুণে।।
এ চাঁদ হইয়ে সদয়, ভূতলে উদয়, যশোমন্তের ভবনে।
এ চাঁদ অনাদির আদি, গেলে ওড়াকান্দি, দেখবি বর্তমানে।।
দয়াল মহানন্দ কয়, হরিচাঁদ উদয়, জীবের ভাগ্য গুণে।
যাবে তম সন্দ তোর, অশ্বিনী বর্ব্বর, হরিচাঁদের কিরণে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!