হারে ও পিয়াল বনের পাখি
প্রিয় দরদি মোর কোন বনে
তোমার সনে দেখা আছে না কি।।
জানিস যদি বলরে পাখি বল
এই পোড়া মরুবক্ষে মোর ঝরুক শীতলজল
নয়নজলে নেভে না অনল জ্বলে থাকি থাকি;
তুই বলিস তারে এই পোড়ার শেষ
আর কয় দিন আছে বাকি।।
বিয়োগ বেদনভরা পরানে
কতো জনম গত হলো বন্ধুর সন্ধানে
আমি চাইবো না আর পিছন পানে মিছে মায়ার ফাঁকি;
আমার ধড় ছেড়ে ধাইছে পরান
কেমনে ধরে রাখি।।
মর্মরিয়ে কাঁদে বনবীথি
বাদলবাউল গাহে তাহার বিরহগীত
দোয়েল কোয়েল নিতি নিতি করে ডাকাডাকি;
ঘন কালো রাতে আলো হাতে
তারে খুঁজিছে জোনাকি।।
কবে মোর বেদনবেদির পর
ব্যথিত পূজারির পূজায় দিবে চরণ ভর
সেই আশায় পূজার মন্ডপ ঘর দুয়ার খুলে রাখি;
ভাবি অজানা নিমেষে এসে
ফিরিয়ে যায় নাকি।।
যেমন নদী কাঁদে সাগরের লাগি
পুষ্প কাঁদে আলোর দায় রজনী জাগি
আমি কাঁদি বন্ধুর লাগি মিলনছবি আঁকি;
আছে আশা পথ চেয়ে
পাগল বিজয়ের দুই আঁখি।।