হারে ও বনের পাখিরে
বড়ো দাগা দিয়ে গেলি আমার জীবনে।
আমার এ জীবনে কি ফল আছেরে
সবি বিফল তোরই বিহনে।।
কোন নন্দনকাননে ছিলি
আমায় কি বুঝে তুই ধরা দিলি রে
আমার মনপরান কেড়ে নিলি রে
শেষে তুই লুকালি কনে।।
তুই নানানছন্দে দিতি দোলা
দেখে আনন্দে হতেম বিভোলা রে
দিতাম মুগ্ধ প্রাণে দুগ্ধ ছোলা রে
সে সব ভুলে আছিস কেমনে।।
পাখি তুই পেয়েছিস মুক্ত গগন
আমার পূর্ণদু:খের লগনরে
আমি আজিও রয়েছি মগনরে
মধুর স্বপনবিলাস মিলনে।।
পাগল বিজয় বলে দুই চোখের পর
আমার কেটে গেলো কতো বৎসর রে
তবু ভরিলো না মোর মিলন বাসর রে
হারানো সেই রূপের কিরণে।।