হারে মনা ভাইয়া রে মনা ভাইয়া
দিন দুনিয়া রে কেবল দিন কয়েক
তুমি সুখ-স্বপন দেখো শুধু সুখ-শয্যায় শুইয়া রে।।
আবদ্ধ বহু কাল যে-মায়ার জাল বুনিয়া
ভাঙ্গলে স্বপন দেখবি তখন আজব দুনিয়া
তুমি কার নিকটে কি শুনিয়া
রয়েছো ঘুমাইয়া রে।।
গাছের ডালে পাখি যেমন রজনী পোহায়
ভোরবেলা সেই খেলা ভেঙ্গে চলে যায় কোথায়
তারা পিছে ফিরে গাছের আশায়
দেখে না আর চাইয়া রে।।
সাগর বেলায় খেলা ঘরে কতো খেলতে চাও
ঝড়ের মুখে পাখির বাসা আশা ছেড়ে দাও
তুমি হাসো খেলো নাচো আর গাও’
দিনের ঠিক না পাইয়া রে।।
পাগল বিজয় বলে, বিদেশে মন আর কেন ভুলে
হাটের নেশায় হারা হলি তোর লাভে মূলে
হাটের নেশায় হারা হলি তোর লাভে মূলে
এখন দোকান তুলে নৌকা খুলে
দেশে চলো বাইয়ারে।।