হিরে লাল জহুরের কুঠি।
আছে এই মানুষ ধড়ে
দেখরে মন হয়ে খুঁটি।।
যেমন গাভীর ভাণ্ডে গোরেচনা
গাভী তার মর্ম জানে না,
হসনে যেন তেমনি মনা
বলো বারো পন্তি।।
যেমন সর্পের মাথায় মণি
ব্যাঙ্গা খায় ধরে তেমনি,
মেওয়া ছেড়ে অমনি
খাসনে যেন মাটি।।
দিয়েছে যে ধন সাঁই
কেড়ে নিতে দেরি তো নাই,
লালন বলে খোঁজে তাই
ঘরের ছোড়ান কাঠি।।