হুজুরে কার হবেরে নিকাশ দেনা।
পঞ্চজন আছে ধড়ে
বেরাদার তাঁর ষোলজনা।।
ক্ষিতি জল বায়ু হুতাশনে
যার যার বস্তু সে সেখানে
মিশবে তাই;
আকাশে মিশবে আকাশ
জানা গেলো পঞ্চবেনা।।
মুন্সী ও মৌলভীর কাছে
জনমভর শুধাই সে
ঘোর গেলো না;
পরে নেয় পরের খবর
আপন খবর কেউ বলে না।।
ধড়ে আত্মাকর্তা কারে বলি
কোন মোকাম তাঁর কোথা গলি
করে আওনাযাওনা;
সেই মোকামে আমি কোনজন
তাও লালননের ঠিক হলো না।।