(তাল – আদ্দা)
হুজুরে পড়েছি ধরা আমারে কেউ ছুসনে তোরা।
আমার বাতাস লাগলে পরে, পাবিনা আর কুল কিনারা।।
আইন জেনে আইন লঙ্ঘি, লোককে দেখাই সাধুর ভঙ্গি;
কেউ হইনা আমার সঙ্গী, জানে প্রাণে যাবি মারা।।
পিতা মাতার পুণ্যের জোরে, গিয়েছিলাম প্রেম বাজারে;
কর্ম্মদোষে এলম ফিরে, চিনলেম না সেই প্রেমের ধারা।।
স্বার্থলোভে তত্ত্ব হারাই, সদাই করি অর্থের বড়াই;
ষড়রিপুর স্ফুর্ত্তি বাড়াই, ঐ দুঃখেতে হলেম সারা।।
কি দোষ দিব বিধাতারে, সকলই স্বকর্ম্মে করে;
ঝি’কে শিকায় বৌ’টী মেরে, জানতে পারে ভাবুক যারা।।
গুরুচাঁদের মধুর বাণী, কর্ম্মগুণে হয় রাজরাণী;
কর্ম্মদোষে হয় বারাণী, স্বাক্ষী তার অশ্বিনী ফেরা।।