আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি
আমার এই উৎসব, বামে বসাব, প্রেমরূপ রাই কিশোরী।
ভক্তিদুতি সাজিয়ে বৃন্দে, অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ঐ পদে,
আমার মনের সাধে, দেখব হৃদে, যুগলরূপের মাধুরী।।
অষ্ট সাত্ত্বিক অষ্ট সখিচয়, ভাবের চামর ঢুলাইয়া বাতাস দিয়ে গায়,
কেহ বিনা সূতে, মালা গেঁথে, সাজাবে যতন করি।
বাসনারূপ সাজিয়ে বড়াই, যুগল-মিল দেখব বলে আনন্দের সীমা নাই,
আমার কুমতি কুটিলার দর্প ঘুচাও হে দর্পহারী।।
হরিনামের বাঁশী করেতে লয়ে, আমার দেহ গোকুল, কর আকুল, বাঁশী বাজায়ে,
যেন অন্য ধ্বনি, নাহি শুনি, তোমার নাম বংশী শ্রবণ করি।
প্রেমানুগ মহানন্দ কয়, আমার শান্তি হরির যুগল-মিলন দে’খবি কে কে আয়,
গোঁসাই তারকচাঁদ কয়, এমন সময়, আশ্বিনী অলস ভারি।।