(তাল-একতাফা)
হৃদয় আলোকে মনের পুলকে
হরিনামের হুঙ্কারেতে করব দশ ইন্দ্রিয় বস,
ঐ নাম হৃদয় ধামে নিব দমে দমে।
কাম দস্যু হইবে বিনাশ।।
১। হরিনামের ঝঙ্কার শুনি, পাগল হয় শূল পানি,
চিত্তগুহ দিন রজনী, আমার নাচে সর্ব্বদায়।
ভগ্নি আমোদ আহ্লাদিনী; পতিœ বিরহিনী,
তারা নেচে পুরায় মান অীভলাষ।।
২। আমার দেখে শুনে সে সব কাণ্ড, কম্প হয় হৃদি ব্রহ্মাণ্ড,
ধর্ম্ম পূন্য সকল পণ্ড, আমার কিছুই না রয়।
ভেঙ্গে মোক্ষ মুক্তির বাসা, করিল এই দশা,
আমায় সব দিকে করিল নৈরাশ।।
৩। আমি অজ্ঞান রাজার রাজ্য ছেড়ে,
আসিলেম জ্ঞান রাজার ঘরে,
বিবেক মন্ত্রীর অত্যাচারে, ঘরে থাকা বিষম দায়।
আরও অনুরাগ চাপরাসী, যাতনা দেয় আসি,
ও তার যাতনায় মোর প্রাণ হয় হুতাশ।।
৪। হরি গোসাইর পদে হয়ে আলি, কুলে দিয়ে জলাঞ্জলি
মায়া মাতা ছেড়ে চলি, যাব ভাগ্যে যাহা হয়
বোকা দীনবন্ধু বলে, প্রাণ যায় আমার জ্বইলে,
কেন আমি নিলেম ঐ বেশ।।
………………………………..
বিচ্ছেদ
রাগিনী-শানিরা