হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান।
সত্ত্ব-রজ-তমঃ তিন তারে গাওরে গুণ গান।।
স্থুলেতে মূল তাল ঠিক রেখে, প্রবর্তে নাম লওরে সূখে;
সাধরে সাধকে তাকে, এই তরে তোর ডাকার বিধান।।
সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে, যাওরে মত্ত মাতাল হয়ে;
প্রেম সাগরে জোয়ার দিয়ে, কর হরি নামামৃত পান।।
অজ্ঞান যাবে স্বজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান সব পড়িয়া রবে।
এই দশা তোর যখন হবে, চিদানন্দে উড়িবে নিশান।।
গোলোকচাঁদ সেই গানে মেতে, চাঁদের মালা হৃদয় গেঁথে।
সাজায়ে যশোমন্তের সুতে, সার করল হরি পুতুল নাচান।।
মহানন্দ যে গান শিখে, হরিচাঁদের পুতুল দেখে।
দিবা নিশি হৃদয়ে রেখে, ঘরে ঘরে যাচিয়া বেড়ান।।
ডেকে বলে তারকচন্দ্র, অশ্বিনী তোর কর্মমন্দ।
কল্পতরু গুরুচন্দ্র, সে ছায়ায় তুই নিলি না স্থান।।