হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধুনী
ও তার রূপ দেইখে রইলাম ভুলে
ফিরে না নয়ন গো গেল। কুলমান।
গউরায় কি মোহিনী জানে
মনপ্ৰাণ সহিতে টানে
তারে ধইরাতে গেলে না দেয় ধরা
গৌরায় জানে কি সন্ধান।
গোসাঁই রাধারমণ বলে গউর রূপে নিয়ন ভুলে
বিজলী ছটকের মত আমার উড়াইল পরান।