(তাল – ঠুংরী)
হরি চাঁদ, হেরে জীবন জুড়াল,
ও প্রেম রসে হারে জগত মাতালো।।
দুঃখী তাপীর জুরাতে জীবন, ওড়াকান্দি হরিচাঁদ এবার করলেন আগমন,
তোরা দেখসে আসি, জগতবাসী হরি চাঁদ উদয় হলো।।
নব রসে শ্রী অঙ্গ মাখা, অধরে সুধাকর ও তার দু’নয়ন বাকা,
সে যে ব্রজ নাতুর প্রাণ সখা, ভাবেতে বোঝা গেল।।
শান্তি মায়ের হৃদয়েরই ধন, যোগে পায়না যোগীগণ, তারা করে যোগ সাধন
তারে পাবার লাগি সর্ব ত্যাগী, হীরামন পাগল হ’ল।।
কি দিব তাঁর রূপের তুলনা, গগনের চাঁদ মলিন হয়, হেরে রূপের জোৎস্না;
এবার পুরাতে জীবের বাসনা, হরি চাঁদ ভবে এলো।।
ডেকে বলে তারক রসনা, আমার মনের মানুষ হরিচাঁদে কর উপাসনা;
দয়াল মহানন্দের এই বাসনা, অশ্বিনী ধামে চলো।।