(রাগিণী খাম্বাজ-তাল একতালা)
হ্যারে মন হরবোলা পাখি।
হরি বল বোল না বলিয়া (কেবল) আবোল তাবোল বলতে সুখি।।
যে বোলে নাই মূলেই রস, তাতেই মন হয়েছে বশ্,
সঙ্গে ফিরে আর জন দশ, আমার সঙ্গে কেও নাই দেখি।।
আমার খায় আমার পড়ে, থাকতে চায় না আমার ঘরে,
খেটে মরে পরের তরে, আমারে দিয়া ফাঁকি।।
হরবোলা তুই বলরে হরি, এবোল সেবোল পরিহরি,
কেটে যাবে কর্ম্ম ডুরি, সদানন্দে রবে সুখি।।
নিমিষার্দ্ধ নাই তোর বারণ, শেষের সেই দিন ক’রে স্মরণ,
মন নিয়ে মনোমোহন, ঠেকেছে দায় করে বা কি।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত