আপনাকে আপনি চেনা যায় কিসেতে
আপনাকে আপনি চেনা যায় কিসেতে।
যে চেনা আপনাকে চেনা ফরমাই নবীর হাদিচেতে।
রোজা কি নামাজ পড়া, কলমা কি হজ-জাকাতে-
ও সে জাহির করা নানা মতে,
কিন্তু নিজ পরিচয় কৈ তাহাতে।
কাবার কি নিরিখ নিরূপণ-
নিজের কাবাই নাই অন্বষণ,
খলিলুল্লার কাবায় কি কখন
খোদাকে কেউ পায় দেখিতে।।
খলিলুল্লার কাবা রে ভাই,
সে কাবা পিছেতে হয়,
আদম-কাবাই দেখ না, রে মন, আগে চেয়ে,-
দুদ্দু কয়, উকো সেজদা দিলে,
খোদার দেদার কই তাহাতে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….