সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়,
একদিন সাঁই নৈরেকারে ভেসেছিল ডিম্বুভরে
ডিম্বু ভেঙ্গে আসমান-জমিন গঠলেন দয়াময়।।
নূরের দিরাকের পরে
নূর নবীর নূর পয়দা করে,
নূরের হুজরার ভিতর
নূর নবীর সিংহাসন রয়।।
যে পিতা সেই তো পতি
গঠলেন সাঁই আদম ছবি,
কে বোঝে তার কুদরতি
কেশের আরে পাহাড় লুকায়।।
ধরাতে সাঁই সৃষ্টি করে
ছিলেন সাঁই নিগুম ঘরে,
লালন বলে সেহি দ্বারে
জানা যায় সাঁইয়ের নিগূঢ় পরিচয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….