জয়কেতে শ্যাম দাঁড়িয়ে কেন
জয়কেতে শ্যাম দাঁড়িয়ে কেন
কৃষ্ণপানে চেয়ে,
সকালবেলা ওঁকে ছুঁয়ে
কে মরিবে নেয়ে।।
যে ডাকে যায় তারই কাছে
বেড়ায় গোপায় নেচে নেচে
গেছে এঁটো হয়ে;
এঁটো পাতা কে চেটে খাবে
কে হারাতে মেয়ে।।
ধনি বলে ও ললিতে
বলো গা ওকে উঠে যেতে
কেন এখানে দাঁড়িয়ে আছে
লাজের মাথা খেয়ে;
আমরা জায়গায় ছড়া-কাটি দিয়ে
আনি যে বয়ে।।
আমার হাড় করেছে কালি
চাইলে উহার রূপের ডালি
লয়ে যাক চন্দ্রাবলী
খাবে ধুয়ে ধুয়ে;
লালন বলে সকালবেলা ভাসিয়ে তরী
ম’লাম বটে বেয়ে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….