চল দেখি মন কোন্ দেশে যাবি।
অবিশ্বাসী হলে মন কোথায় কি পাবি।।
এদেশের ভূত প্রেত সকলে
মুক্তি পেত ফয়তা দিলে,
পেড়োর ভুত কোন্ দেশে গেলে
মুক্তি পায় সে ভাবি।।
বুঝনা মন তীর্থ করা
মিছামিছি খেটে মরা,
পেড়োর কাজ পিড়েয় সারা
নিষ্ঠা হয় মন যদ্যাপি।।
বারো ভাটি বাংলা জুড়ে
এক মাটি আছে পড়ে,
সিরাজ সাঁই কয় লালন ভেড়ে
ঠিক দাও আপন নসিবি।।