যেদিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই।
সেদিন কে হলো তার সঙ্গী কাহারে শুধাই।।
পয়ার রুপ ধরিয়ে সে
দেখা দিলো ঢেউতে ভেসে,
কি নাম তাহার পাইনে দিশে
আগম ঈশারায় বল কহে তাই।।
সৃষ্টি না করিল যখন
কে ছিল তার আগে তখন,
শুনতে অ-সম ভাব সে বচন
একের কুদরতে দুজনে তারাই।।
তারে না চিনতে পারি
অধর কেমনে ধরি,
লালন বলে, সেই যে নূরী
খোদার ছোট নবীর বড় কেহ কয়।।