সদর ঘরে যার নজর পড়েছে
সে কি আর বসে রয়েছে।।
সদরে সদর হয়েছে যার
বলো জন্ম-মৃত্যু ভয় কি আছে তাঁর,
সে না শমন ভয়ে সাধন জোরে
যম মেরে বসে রয়েছে।।
ওরে শনিমণি মুক্তালতা
তার সর্বাঙ্গে কাঞ্চন মুক্তা গাঁথা,
কহিবার নয় সব কথা
রূপে ঝলক দিতেছে।।
সে যখন দরজা খোলে
মানুষ পবন হিল্লোলে চলে,
লালন বলে তাঁর কি বাহক আছে
আর সে তো জগত সমান করেছে।।