দেখ নারে ভাবনগরে ভাবের ঘরে ভাবের কিস্তি।
জলের ভিতর ও মন জ্বলছে বাতি।।
ভাবের মানুষ ভাবের খেলা
ভাবে বসে দেখ নিরালা,
নীরে ক্ষীরেতে ভেলা
বায় কি জুতি।।
রতিতে জ্যোতির উদয়
সামান্যে কি তাই জানা যায়,
তাতে কত রূপ দেখা যায়
হীরে লাল মতি।।
নিঃশব্দে শব্দ খাবে
ভাবের খেলা ভেঙ্গে যাবে,
লালন কয় দেখবি তবে
হয় কি গতি।।